আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

|

আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ- এমন আশাবাদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির। তিনি বলেন, নিত্যপণ্যে কারো উপর নির্ভরশীল থাকবে না দেশ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে দেখা করেন ভারতের হাই-কমিশনার। এ সময়, হাই-কমিশনারের কাছে পেঁয়াজ রপ্তানি বন্ধের এক মাস আগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানোর জন্যে অনুরোধ জানান মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, পেয়াজ আমদানিতে ভারতের উপর নির্ভরতা কমাতে চায় সরকার। তবে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ভালো থাকবে। মন্ত্রী জানান, হাইকমিশনারের সাথে পেঁয়াজ ইস্যুতে আলোচনা না হলেও রপ্তানি বন্ধের আগে ১ মাসের নোটিশ দেয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া ছোটখাটো কিছু সমস্যা রয়েছে, আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply