কিবরিয়া ও সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় চার্জ গঠন

|

সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া ও সুরঞ্জিত সেনের উপর গ্রেনেড হামলার ঘটনায় ৩ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

এর মধ্যে শাহ এএমএস কিবরিয়ার উপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা বিষ্ফোরক মামলায় ৩২ আসামির মধ্যে ৪ জঙ্গী অন্য মামলায় ফাসি কার্যকর হওয়ায় ২৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়। অন্যদিকে সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা ও বিষ্ফোরক মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত।

এর আগে সকালে কড়া নিরাপত্তা প্রহরায় আদালতে আনা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দেশের বিভিন্ন কারাগারে থাকা ১০ আসামিকে। এসব মামলায় আরিফুল হক চৌধুরী স্থায়ী জামিনে থাকায় তিনি নিজেই আদালতে হাজির হন। অন্যদিকে কিবরিয়া হত্যা মামলায় ৭০ জন সাক্ষীর মধ্যে ৫০ জন ইতিমধ্যে সাক্ষ্য প্রদান করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply