সাতক্ষীরায় অনুমোদনহীন ‘সোনার বাংলা ব্যাংক’ সিলগালা

|

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে ব্যাংক প্রতারক চক্রের সন্ধান মিলেছে। চক্রটি বেশকিছুদিন ধরে সোনার বাংলা ব্যাংক নামে একটি অনুমোদনহীন ব্যাংকের শাখা খুলে গ্রাহকদের অ্যাকাউন্ট খোলার কাজ করছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে বৃহস্পতিবার সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল উদ্বোধনের অপেক্ষায় থাকা কার্যালয়টি সিলগালা করেন।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবত একটি চক্র অনুমোদনহীনভাবে নলতা ইউনিয়ন পরিষদ মোড়ে প্রতারণার মাধ্যমে ‘সোনার বাংলা ব্যাংক’ নামক প্রতিষ্ঠান ব্যাংকিং কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হওয়ার পর তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতারক ব্যাংকটি সিলগালা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, আগামী ২৬ অক্টোবর বহু সম্মানিত উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের মাধ্যমে সোনার বাংলা ব্যাংক নলতা শাখার উদ্বোধন করার পরিকল্পনা ছিল। বিষয়টি জানার পর খোঁজখবর নিয়ে দেখি ওই নামে বাংলাদেশে কোনো ব্যাংকের অনুমোদন নেই। এরপর সন্ধ্যার দিকে গিয়ে ব্যাংকটি সিলগালা করেছি।

সবাইকে ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কোনো ব্যক্তি ইতোমধ্যে ব্যাংক কর্তৃপক্ষের দ্বারা প্রতারণার শিকার হয়ে থাকলে তাদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply