খাগড়াছড়িতে বৃষ্টি হচ্ছে

|

খাগড়াছড়ি প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়ের কারণে বৃষ্টি হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আজও দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি মুষলধারে বৃষ্টি পড়ছে।

বৃষ্টির প্রভাব পড়েছে জেলা শহরের হাট বাজারে। শহরতলীর আশপাশ থেকে উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য নিয়ে বাজারে আসতে দেখা যায়নি প্রান্তিক জনগোষ্ঠীর লোকজনদের। এর ফলে ভোগান্তি বেড়েছে জনজীবনে। আয় কমেছে খেটে খাওয়া মানুষের।

এদিকে, বৃষ্টির পাশাপাশি ঠাণ্ডা বাতাস বইছে। এছাড়া, দু’দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টির ফলে পৌর এলাকার বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে থাকা পরিবারগুলোর খোঁজ খবর রাখছে পৌরসভা কর্তৃপক্ষ। তারা জানায়, এখন পর্যন্ত কোথাও কোন ধরণের ঝুঁকির খবর পাওয়া যায়নি। তবে যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে পৌর প্রশাসন।

অপরদিকে, বৃষ্টির কারণে সাপ্তাহিক ছুটির দিনেও পর্যটকদের ভিড় নেই জেলা সদরের পর্যটন স্পটগুলোতে। সাজেকে পর্যটক থাকলেও বৃষ্টির কারণে তারা হোটেল-রিসোর্টে অবস্থান করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply