সরকারি-বেসরকারি অফিসে ‘নো মাস্ক, নো সার্ভিস’

|

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এখন থেকে মাস্ক ছাড়া আসলে কাউকে সরকারি ও বেসরকারি অফিসগুলোতে সেবা দেওয়া হবে না। এ জন্য ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করা হবে। বেসরকারি অফিসগুলোতে এই নীতি মানা হচ্ছে কিনা তা পরিদর্শন করা হবে।

আজ রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ সভা। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও ভ্যাকসিন আনার প্রস্তুতি আছে বাংলাদেশের। সরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া কাউকে সেবা দেয়া হবে না এমন নির্দেশ ডিসিদের কাছে পাঠানো আছে।

মাস্কের ব্যবহার গণপরিবহনে মানা হচ্ছে কিনা সে বিষয়ে সড়ক, নৌ ও রেল মন্ত্রণালয়ের সাথে ২/৩ দিনের মধ্যে বৈঠক হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply