শুভ বিজয়া দশমী আজ

|

আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

সোমবার সকালে দশমী বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা।

করোনা সংক্রমণ এড়াতে এবার লাল সিঁদুরে দেবীকে বরণ করে নেয়ার রেওয়াজ পালন করা হচ্ছে না। মহালয়ার মধ্যদিয়ে দেবীপক্ষের শুরু হয়েছিল। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে মর্ত্যে আসার জন্য মহালয়ার দিন যাত্রা শুরু করেন। আজ দেবী দুর্গা পিত্রালয় মর্ত্যলোক ছেড়ে স্বামীর ঘর কৈলাশে ফিরে যাবেন।

এবার দেবী এসেছেন দোলায়, যাবেন গজে চড়ে। যদিও করোনা মহামারির কারণে সংক্রমণ এড়াতে এ বছর সীমিত আকারে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply