গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপ-নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি

|

ফাইল ছবি।

আওয়ামী দুঃশাসন বিরোধী গণতন্ত্র পুনরায় উদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে বিএনপি আসন্ন উপ-নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স।

সোমবার সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রিন্স। এসময় তিনি বলেন বিএনপি নির্বাচনে অংশ নিলেই যেন সরকার ও আওয়ামী লীগের মধ্যে অস্থিরতা শুরু হয়।

প্রিন্স বলেন, আওয়ামী লীগ বিএনপিকে যেমন ভয় পায় তেমনি জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকেও ভয় পায়।

তিনি বলেন, সরকারের লোকদের ক্ষমতার দাপটে দেশের কোনও শ্রেণি-পেশার মানুষের জীবনের নিরাপত্তা ও সম্মান নেই। তিনি যোগ করেন, গতকাল রাজধানীর কলাবাগানে মিডনাইট নির্বাচনের এক সংসদ সদস্যের ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা ও তাঁর সহধর্মীনির ওপর হামলা, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারাত্মকভাবে রক্তাক্ত করেছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply