ওয়াকিটকির মাধ্যমে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতেন এরফান, বাসায় রয়েছে টর্চার সেলও

|

অবৈধ ওয়ারল্যাস নেটওয়ার্কের মাধ্যমে অপরাধ জগত নিয়ন্ত্রণ করতো সাংসদ হাজী সেলিমের পুত্র এরফান মোহাম্মদ সেলিম। সোমবার তার বাসায় অভিযান চালিয়ে ৫‌টি ওয়ারল্যাস এ‌বিএস সি‌স্টেম ও ৪০টি ওয়াকিট‌কি ‌সেট, এক‌টি হ্যান্ডকাপ, এক‌টি বন্দুক, বি‌দেশী ম‌দের বোতল ও বিয়ার মদ উদ্ধার করার পর এমন তথ্য জানায় র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, বিটিআরসির অনুমোদন ব্যতীত সম্পূর্ণ অবৈধভাবে এই ওয়ারল্যাস নেটওয়ার্ট তৈরি করেছিল এরফান সেলিম। এছাড়াও এসব ওয়্যারলেস কখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্র্যাক করতেও পারেন না।

অনুমোদন ব্যতীত এসব ওয়াকিটকি রাখার কারণ সম্পর্কে জানতে চাইলে এরফান র‌্যাবের কাছে জানান, ব্যবসায়ীক নেটওয়ার্কের মধ্যে কথাবর্তা বলা ও তার রাজনৈতিক কর্মীদের সাথে যোগযোগের জন্য এসব তিনি ব্যবহার করতেন।

এসময় তার বাসার এটি ফ্ল্যাটে টর্চার সেলেরও সন্ধান পায় র‌্যাব। সেখান থেকে হ্যান্ডকাফসহ লোডেট একটি বিদেশি পিস্তল (আমেরিকান), একটি চাইনিজ কুড়াল, ৭ বোতল বিদেশি মদ ও বেশ কিছু বিয়ার জব্দ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply