অনলাইনে নয়, রাবির পরীক্ষা আগের নিয়মেই

|

ফাইল ছবি।

২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ে ভর্তি পরীক্ষা অনলাইনে নয়, অনুষ্ঠিত হবে আগের নিয়মে। পরীক্ষার্থীকে স্বশরীরে পরীক্ষার হলে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে।

আজ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপত্বিতে বিশ্ববিদ্যালয়ের ২৫২ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

বলা হয়, ডিসেম্বরের পর অনুকুল পরিবেশ সৃষ্টি হলে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এমন সম্ভাব্য সময় নির্ধারণ করে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

উল্লেখ্য, সম্প্রতি উপাচার্যদের এক সভায় করোনার কারণে গুচ্ছ পদ্ধতিতে অনলাইনে পরীক্ষা নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। যদিও বুয়েট,ঢাকা, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আপত্তি জানিয়ে আসছিল।

এছাড়াও সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার চালু এবং সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply