৭ মাস পর বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু

|

৭ মাস পর বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু

খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা পুনরায় চালু করবে ভারত বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রমকুমার দোরাইস্বামী।

সকালে শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ-ভারত বিশেষ বিমান যোগাযোগের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান, ভারতের হাইকমিশনার।

সকাল ৮ টা ২০ মিনিটে ইউ এস বাংলার একটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে ভারতের চেন্নাইয়ে উদ্দেশে রওনা দেয়। আর ভারত থেকে প্রথম ফ্লাইট বাংলাদেশে আসবে ৪ নভেম্বর। এরপর থেকে দুই দেশের ২৮টি করে মোট ৫৬টি ফ্লাইট এয়ার বাবল পদ্ধতিতে প্রতি সপ্তাহে যাতায়াত করবে।

এদিকে যাত্রীদের ফ্লাইটে ওঠার ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। দেশের ফেরার পরে করোনার লক্ষণ না থাকলে দুই দেশের যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

করোনার কারণে গত ২১ মার্চ এর পর থেকে বাংলাদেশ-ভারতের বিমান যোগাযোগ বন্ধ ছিল।
করোনার কারণে ৭ মাস ৭ দিন পর দেশটির সাথে বিমান চলাচল শুরু হলো আজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply