প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় মালভিকে কুপিয়েছেন প্রযোজক!

|

অভিনেত্রী মালভি মালহোত্রা।

অভিনেত্রী মালভি মালহোত্রার অবস্থা এতটাই গুরুতর যে তাকে বেশ কয়েকটি সার্জারি করা আবশ্যক। জানা যায়, প্রেমের প্রস্তাবে নাকি রাজি না হওয়ায় অভিনেত্রী মালভিকে কুপিয়ে গুরুতর আহত করেন প্রযোজক যোগেশকুমার মহিপাল সিং।

জি নিউজের সর্বশেষ খবরে বলা হয়, বছরখানেক আগে একটি তামিল সিনেমা করতে গিয়ে যোগেশের সঙ্গে মালভির পরিচয় হয়। যোগেশের প্রযোজনায় একটি মিউজিক ভিডিও করার কথা ছিল মালভির। কিন্তু সেই মিউজিক ভিডিওর মিটিংয়েই প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে বসেন যোগেশ।

তবে তৎক্ষণাত কোন উত্তর করেননি মালভি। ঘটনা সুবিধার নয় মনে করে তার কয়েকদিন পরেই মালভি ওই প্রকল্প থেকে সরে আসেন।

হাসপাতাল থেকে গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মালভি বলেন, ‘আমি কেবলই দুবাই থেকে মুম্বাই ফিরেছি। যোগেশ আমাকে ক্রমাগত ফোনে বিরক্ত করছিলেন। একপর্যায়ে বাধ্য হয়ে আমি তাকে ব্লক করে দেই। তারপরও তিনি নতুন নতুন নম্বর থেকে ফোন করেই যাচ্ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় আমি মুম্বাইয়ের আন্ধেরির সেভেন বাংলোস ক্যাফেতে যাই। সেখানে মিটিং শেষে হেঁটে নিজের বাড়িতে যাচ্ছিলাম। ওই ক্যাফে থেকে আমার বাড়ি পাঁচ মিনিটের পথ।’

মালভি আরও বলেন, ‘হঠাৎ করে একটা গাড়ি এসে আমার পথ আটকে দেয়। গাড়ি থেকে নেমে আসেন যোগেশ। আমি তাঁকে এসব তামাশা বন্ধ করতে বলি। উল্টো সে গাড়ি থেকে নেমে ছুরি দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার ইচ্ছে ছিল আমার মুখে আঘাত করার। আমি দুই হাত দিয়ে মুখ বাঁচিয়েছি। ফলে আমার দুই হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাকস্থলীর দেড় ইঞ্চি গভীরে ঢুকেছে ছুরির ফলা। রাস্তার পাশেই কয়েকজন সাইকেল চালাচ্ছিলেন। তাঁরাই তুলে এনে আমাকে হাসপাতালে ভর্তি করেন।’

এদিকে চিকিৎসকরা জানান, মালভির অবস্থা তেমন সুবিধার নয়। দুটো হাতই অচল হয়ে পড়েছে। বেশ কয়েকটি সার্জারি করাতে হবে। এসবের মধ্যে রয়েছে প্লাস্টিক সার্জারিও। সব মিলিয়ে সুস্থ্ হতে অন্তত তিন মাস সময় লাগবে তার। পুলিশকেও বিবৃতি দিয়েছেন মালভি।

বরাবরের মত এ বিষয়ে ইতোমধ্যে মালভির পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। তার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। টুইটারে কঙ্গনা লিখেছেন, ‘যারা ছোট শহর থেকে এসে সংগ্রাম করে, তাদের সঙ্গেই এমন হয়। মালভি, আমি তোমার পাশে আছি। এই জঘন্য ঘটনার বিচার চাই।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply