দ্বিতীয় দফায় লকডাউনে ফ্রান্স, আরো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারে অর্থনীতি

|

দেশজুড়ে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন। নভেম্বরের শেষ পর্যন্ত চলবে দ্বিতীয় দফার লকডাউন। খবর বিবিসি বাংলা’র।

ম্যাকরন বলেন, নতুন লকডাউনের ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসা অথবা জরুরি কাজের জন্য বাড়ি থেকে বের হতে পারবে মানুষ। রেস্টুরেন্ট এবং পানশালা বন্ধ থাকলেও স্কুল ও কারখানা খোলা থাকবে। এসময়, দ্বিতীয় দফা সংক্রমণ ছড়ানোর ঝুঁকির নিশ্চিতভাবে প্রথম দফার চেয়ে গুরুতর হবে বলেও মন্তব্য করেন তিনি।

ফরাসী প্রেসিডেন্ট জানান, অর্থনৈতিক ক্ষতি সামাল দিতে সরকারি অফিস ও কারখানা খোলা থাকবে।

বিবিসি জানাচ্ছে, দেশটিতে নুতন করে লকডাউন দেয়ার ফলে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্থ হবে বিনোদন ও ইভেন্টস সংক্রান্ত ব্যবসা। গত কয়েকমাসে প্রথম লকডাউনের ক্ষতি কিছুটা কাটিয়ে উঠলেও আবার লকডাউনে বছরের শেষে অর্থনীতি আরও খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে।

দেশটির সরকারের অনুমান, ২০২০ সালে দেশটির জিডিপির মোট ১০ শতাংশ হ্রাস হবে।

উল্লেখ্য, ফ্রান্সে প্রতিদিন আনুমানিক ৫০ হাজার নতুন সংক্রমিত হচ্ছে তবে প্রকাশিত সংখ্যাটি সংক্রমণের আসল সংখ্যার চেয়ে অনেক কম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply