নিস শহরের গির্জায় চালানো হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা ফরাসী প্রেসিডেন্টের

|

নিস শহরের গির্জায় চালানো হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। বৃহস্পতিবার, নটরডেম ক্যাথেড্রাল এলাকা পরিদর্শন করেন তিনি।

দেশের এ ক্রান্তিলগ্নে দল-ধর্ম-মত নির্বিশেষে সবাইকে জোটবদ্ধভাবে সংকট মোকাবেলার আহ্বান জানান। গোয়েন্দা তথ্য অনুসারে, হামলাকারী ইব্রাহিম আয়ু-সাউয়ি ২১ বছরের তিউনিসিয়ার নাগরিক। সেপ্টেম্বর মাসে, ভূমধ্যসাগরের অবৈধ পথে ফ্রান্সে প্রবেশ করে সে। হামলার সময়, তার কাছে ৩টি ছুরি এবং কোরআন শরিফ ছিলো। বর্তমানে, আহত অবস্থায় পুলিশি হেফাজতে রয়েছে আততায়ী।

বৃহস্পতিবার, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ গির্জায় হামলা চালানো হয়। হত্যা করে দুই নারীসহ তিনজনকে; আহত হন অনেকে। এ ঘটনার পরপরই, ফ্রান্সের উপসনালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

ইমানুয়েল ম্যাকরন বলেন, ফ্রান্সে একটিই সমাজ; সেটি হলো জাতীয় সম্প্রদায়। এ পরিস্থিতিতে, ফরাসিদের বলতে চাই- ধর্মে ভেদাভেদের সময় নয় এটা। নতুন এ সন্ত্রাসী তৎপরতায় সবাইকে নাড়িয়ে দিয়েছে, আমরা হতবাক। ফ্রান্সবাসীদের বলবো- দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সংকটের মোকাবেলা করুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply