আন্দোলনের ভয়েই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার: জাফরুল্লাহ চৌধুরী

|

করোনা নয়, আন্দোলনের ভয়েই সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশে কারও নিরাপত্তা নেই। সবাই ভয়ে আছে। রাষ্ট্রের মৌলিক পরিবর্তন প্রয়োজন। সরকারের উচিত নিজেদের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরে মধ্যবর্তী নির্বাচন দেওয়া।’ এসময় মধ্যবর্তী নির্বাচনেরও দাবি জানান তিনি।

সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। হাজি সেলিম, ইরফান সেলিমরা একদিনে জন্মায়নি। ইরফান সেলিমরা এত দিনে কত মানুষের জমি দখল করেছে, কত জনকে নির্যাতন করেছে, তার হিসাব নেই। সরকার বছরের পর বছর এদের লালন-পালন করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply