১০০০ ছক্কার চূড়ায় গেইল

|

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার ক্রিস গেইল। চল্লিশেও তিনি ব্যাট হাতে সমান বিধ্বংসী। নিজের দিনে যেকোনো বোলিং আক্রমণকে তছনছ করে দিতে পারেন গেইল। টি-টোয়েন্টি সংস্করণে গেইলই বস।

গতকাল আবুধাবিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন গেইল। যদিও ১ রানের দুঃখ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। কিন্তু ৮ ছক্কা ও ৬ চারে সাজানো ৬৩ বলের ইনিংসে দারুণ এক রেকর্ডও গড়েছেন তিনি।

গতকাল নিজের ৭ নম্বর ছক্কা মারার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়েছেন গেইল। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার ছক্কার চূড়া স্পর্শ করেন তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে গেইলের ঝুলিতে এখন ১ হাজার ১টি ছক্কা। দেখার বিষয় এই ‘ছক্কার চূড়াকে’ আরও কতটা উঁচুতে তোলেন তিনি।

এদিকে, ছক্কা মারার দৌড়ে গেইলের ধারেকাছেও নেই আর কোনো ক্রিকেটার। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মরার রেকর্ড কাইরন পোলার্ডের। গেইলেরই মতো ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ক্রিকেটার তিনি। পোলার্ডের ছক্কার সংখ্যা ৬৯০টি। ৪৮৬টি ছক্কা মেরে তিনে আছে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply