ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

|

ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের সব বন্দরে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার ২য় ওয়েভের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার সকালে গণভবনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্রিল্যান্সাররা কাজ করে অনেক টাকা উপার্জন করলেও তাদের কোনো স্বীকৃতি নেই। তবে তাদের স্বীকৃতি দিতেই কাজ করছে সরকার। দালালের খপ্পরে নয় সরকারি সেবায় বিদেশ যাওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা আরও বলেন, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থান রয়েছে। মুজিববর্ষে সকলের ঘর আলোকিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply