রোনালদোর জোড়া গোলে য়্যুভেন্টাসের জয়, ২-১ গোলে জয় পেয়েছে এসি মিলান

|

করোনা জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সিরি আ’তে বড় জয় পেয়েছে য়্যুভেন্টাস। স্পেজিয়াকে তারা হারিয়েছে ৪-১ গোলে ব্যবধানে।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৪ মিনিটে লিড নেয় তুরিনের ওল্ড লেডিরা। স্কোর শিটে নাম তোলেন আলভেরো মোরাতা। অবশ্য প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় স্পেজিয়া। পোবেগার গোলে ১-১ স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় তারা।

করোনা থেকে সুস্থ হয়ে ফিরলেও এ ম্যাচে রোনালদোর উপর চাপ বাড়াতে চাননি কোচ আন্দ্রে পিরলো। তাই ম্যাচের ৫৬ মিনিটে বদলি হিসেবে তাকে মাঠে নামান তিনি। নেমেই ৩ মিনিটের মধ্যে স্কোর শিটে নাম তোলেন রোনালদো। এরপর ৬৭ মিনিটে রাবিওট আর ৭৬ মিনিটে পেনাল্টি থেকে রোনালদোর ২য় গোলে বড় জয় এনে দেয় য়্যুভেন্টাসকে।

য়্যুভেন্টাস জয় পেলেও টেবিলের শীর্ষে উঠতে পারেনি এসি মিলানের কারণে। লিগে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে শুরু থেকেই দাপুটে ছিলো ইব্রাহিমোভিচের দল। ১৪ মিনিটে ফ্র্যাঙ্ক কেসসেইয়ের লিড নেয় মিলান। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য ম্যাচে সমতা আনে উদিনেস। ৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রদ্রিগো ডি পল।

অবশ্য ম্যাচের ৮৩ মিনিটে দলের জয় নিশ্চিত করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এই জয়ে য়্যুভেন্টাসের থেকে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে এসি মিলান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply