করোনা মোকাবেলায় বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

|

করোনা মোকাবেলায় বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্ত-মন্ত্রণালয় বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এই সিদ্ধান্ত জানান। তবে পিসিআর টেস্ট করে আসা বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক ব্যবহারে সর্ব্বোচ গুরুত্ব দিচ্ছে সরকার। মাস্ক ছাড়া কেউ সরকারি-বেসরকারি সেবা পাবে না। এরইমধ্যে সব পর্যায়ে এই নির্দেশনা পাঠানো হয়েছে। এছাড়া ভ্যাকসিন ব্যবস্থাপনা নিয়েও বিকেলে বৈঠক করেছে স্বাস্থ্যমন্ত্রণালয়।

আগামী ৫ নভেম্বর সিরাম ইন্সটিটিউট ইন্ডিয়ার সাথে ভ্যাকসিন নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply