ট্রাম্প অথবা বাইডেন, কে জিতলো সেটা কোন বিষয় নয়: রুহানী

|

এবারের নির্বাচনে ট্রাম্প না বাইডেন কে জিতলো তা মূখ্য নয়,বরং যেই জিতুক তাকে আন্তর্জাকিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর আল জাজিরা’র।

বুধবার এক ভাষণে এমন মন্তব্য করেন হাসান রুহানি।

রুহানি বলেন, যুক্তরাষ্ট্রে কে ক্ষমতায় আসলো সেটা কোন বিষয় নয়। আমরা আমাদের প্রাপ্য সম্মান চাই। পরমাণু চুক্তির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা চাই যুক্তরাষ্ট্র আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে।

এরআগে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ইরানের সাথে ছয় জাতির পরমাণু চুক্তি থেকে সড়ে দাড়িয়েছিল। সেইসাথে ইরানের উপর আরোপ করেছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এক্ষেত্রে বাইডেন ট্রাম্পের মতানুসারে না হাটারই ইঙ্গিত দিয়েছেন।

রুহানি বলেন, যুক্তরাষ্ট্র যদি পরিবর্তন না চায় তাহলে ইরানও তার খারাপ পরিস্থিতিতে পৌছা পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রেখে অপেক্ষা করবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply