মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

|

দ্বীপরাষ্ট্র মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ জন বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৮ বাংলাদেশি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। বলা হয়, মরিশাসের রাজধানী পোর্ট লুইসের অদূরে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৫০ জনের বেশি বাংলাদেশি কর্মী ছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক বাংলাদেশিকে পোর্ট লুইসের ডা. এ জি জিটু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।

বাংলাদেশি এসব শ্রমিকদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছে সেখানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার। নিহত চার বাংলাদেশি হলেন ফারুক ইসলাম, সঞ্জয় দাস, রকিব মোল্লা ও আবদুর রাজ্জাক। আবদুর রাজ্জাক ছাড়া অন্য সবার পরিবারের সদস্যরা নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

হাইভেক লিমিটেড নামের একটি নির্মাণপ্রতিষ্ঠানে কর্মরত ৫০ জনের বেশি বাংলাদেশি কর্মীকে নিয়ে বাসটি প্রতিষ্ঠানটির দফতরে যাচ্ছিল। পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। ওই প্রতিষ্ঠানে বাংলাদেশের ৫১২ জন কর্মী কাজ করছেন।

জানা যায়, দুর্ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর অন্যজন মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। এ ছাড়া অন্য দুজনের আঘাতও কিছুটা গুরুতর। হাসপাতালে ভর্তি হওয়া অন্য পাঁচজনের অবস্থা তেমন জটিল নয়। হাসপাতালে ভর্তি হওয়া এই ৮ জনের বাইরে অন্য ১০ বাংলাদেশি কর্মীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply