নির্বাচনী উত্তাপের মধ্যে করোনায় রেকর্ড সংক্রমণ আমেরিকায়

|

নির্বাচনী উত্তাপের মধ্যে করোনায় রেকর্ড সংক্রমণ আমেরিকায়

করোনাভাইরাসের প্রকোপ উপেক্ষা করে আমেরিকাজুড়ে বইছে নির্বাচনী উত্তাপ। আর এতে করেই টানা দ্বিতীয় দিন রেকর্ড সংক্রমণ দেখলো দেশটি। গত একদিনেই ১ লাখ ১৮ হাজারের বেশি মার্কিনির করোনা শনাক্ত হয়েছে। প্রাণহানি ঘটেছে আরও ১১শ’ জনের।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৮ হাজার ২০৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৯ লাখ ১৯ হাজার ৫২২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২৫ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৪০ হাজার ৯৫৩ জনে ঠেকেছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪৮ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৬৩ লাখ ৪০ হাজার অতিক্রম করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply