সাঁওতাল হত্যার বিচার ও জমি ফেরতের দাবিতে নাটোরে মানববন্ধন

|

স্টাফ রিপোর্টার:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সাহেবগঞ্জ-বাগদা ফার্ম সাঁওতাল হত্যাকাণ্ডের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে নাটোরে মানববন্ধন কর্মসুচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

শুক্রবার দুপুরে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা কমিটির উপদেষ্টা ভাস্কর বাগচী, যুগ্ম সম্পাদক যাদু কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, সহ সভাপতি শংকর বাগদী নাটোর সদর উপজেলা সভাপতি বাবুল পাহান, সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা, সাহেবগঞ্জ-বাগদাফর্মের সাঁওতাল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং সাঁওতালদের কাছে তাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply