মাদারীপুরে ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে গৃহবধূর মৃত্যু

|

মাদারীপুরে ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

মাদারীপুর জেলার শিবচরে ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে সালমা বেগম (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার ভদ্রাসন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ সালমা শরিয়তপুরের জাজিরা থেকে শিবচরের ভদ্রাসন আসছিল। পথিমধ্যে ইজিবাইকের ভেতর এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সালমা বেগম শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডেবা গ্রামের সালাম হাওলাদারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জাজিরা উপজেলার নাওডোবা থেকে ভদ্রাসন বেড়াতে যাওয়ার উদ্দেশে রওনা দেন সালমা বেগম। সন্ধ্যায় ভদ্রাসন বাজারের কাছে এলে হঠাৎ করেই সালমা বেগমের গলার ওড়না ইজিবাইকের চাকার সাথে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই সালমা বেগম মাটিতে লুটিয়ে পরেন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাংক ঘোষ জানান, সড়ক দুর্ঘটনার শিকার এক রোগীকে সাড়ে ৭টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনেরা। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। মরদেহটি পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই মৃত্যুটি অসাবধানবশত ঘটেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply