নির্বাচনে হারের পরই প্রতিরক্ষামন্ত্রীকে বিদায় করে দিলেন ট্রাম্প

|

আশঙ্কাই সত্যি হলো। মেয়াদের বাকি দুই মাসে সম্ভাব্য যা যা করতে পারেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে চাকরিচ্যুতি দিয়েই সেই ভবিষ্যতবাণীর সত্যতা জানান দিলেন তিনি।

আজ সোমবার তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে পদ থেকে অপসারণ করে সেখানে ক্রিস্টোফার সি মিলারকে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। টুইটারে এ বিষয়ে জানান ট্রাম্প নিজেই।

এরআগে, ক্রিস্টোফার ডি মিলার দেশটির জাতীয় সন্ত্রাসবাদ দমন সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনের ট্রাম্পের পরাজয়ের পর সিএনএন’র এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে ট্রাম্প কি কি পদক্ষেপ নিতে পারেন তা উল্লেখ করে। সেখানে নির্বাহী আদেশ জারি, চাকরিচ্যুতিসহ সাধারণ ক্ষমার বিষয় উঠে আসে।

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের মাধ্যমে সিএনএন’র সেই সন্দেহকে বাস্তবে রুপ দিলেন ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply