এএসপি আনিসুলের মৃত্যু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড

|

রাজধানীর আদাবরে মানসিক রোগ নিরাময় কেন্দ্রে এএসপি আনিসুল করিমের মৃত্যু অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় আটক হাসপাতালের ১০ কর্মকর্তা কর্মচারীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশীদ।

মঙ্গলবার দুপুরে প্রাথমিক তদন্ত শেষে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা জানান। তিনি বলেন, মাইন্ড এইড হাসপাতালের কোনো বৈধ কাগজপত্র নেই। অবৈধভাবে দীর্ঘদিন ধরে তারা চিকিৎসার নামে বাণিজ্য করে আসছে।

প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে জানিয়ে ডিসি হারুন বলেন, মাইন্ড এইডের সাথে কোনো সরকারি হাসপাতাল বা চিকিৎসকের যোগসাজশ থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মোহাম্মদপুর এলাকার ভুঁইফোড় হাসপাতালগুলোর বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

এদিকে, বিকেলে আটক ১০ আসামিকে নিম্ন আদালতে নেয়া হবে এবং রিমান্ড আবেদন করবে পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply