নওগাঁয় সরকারি কলেজের মাঠ নষ্ট করে ভবন নির্মাণের প্রতিবাদে গণ আন্দোলন

|

নওগাঁর নজিপুর সরকারি কলেজের মাঠ নষ্ট করে ভবন নির্মাণের প্রতিবাদ গণ আন্দোলনে পরিণত হয়েছে। শিক্ষার্থী ও খেলোয়াড় ছাড়াও সর্বস্তরের মানুষ আন্দোলনে অংশ নিয়ে পূর্ব নির্ধারিত স্থানে ভবন নির্মাণের দাবি তুলেছেন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক হারুন অর রশিদ পূর্ব নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন। এসময় তিনি জায়গাটি মাপযোগ দিয়ে দেখেন। এসময় কলেজ প্রশাসন ও শিক্ষা প্রকৌশল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরাতন একটি ভবন অপসারণ করে সেখানে ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান করা হলেও হঠাৎই খেলার নষ্ট করে নির্মাণ কাজ শুরু করে কর্তৃপক্ষ। এরপর আন্দোলনে নামে স্থানীয়রা।

এদিকে সকালে সংবাদ করতে গেলে সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন কলেজের লোকমানুজ্জামান ও আলমগীর কবির নামে দুই শিক্ষক। সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেয়ার হুমকি দেন ওই দুই শিক্ষক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply