আগামীকাল ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন

|

আগামীকাল বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন। তাই আজকের মধ্যে প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার বেলা ১১টায় উত্তরা কমিউনিটি সেন্টার থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। আজ সন্ধ্যার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স, থ্রেড, পিনসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হবে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার।

ঢাকা-১৮ আসনের মোট ওয়ার্ড রয়েছে ১৪টি, কেন্দ্র রয়েছে ২১৭টি। মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ১১৬ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ২ লাখ ৮০ হাজার ৯৮১ জন আর পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন।

রিটার্নিং কর্মকর্তা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত কমিশন। নেয়া হয়েছে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply