রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ২ জন গ্রেফতার

|

রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

এদিন রাজধানীর বিভিন্ন স্থানে ৭টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে ৬টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাস্তার আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের গ্রেফতারে নেমেছে পুলিশ।

অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। বেলা ১২ টা থেকে সাড়ে চারটার মধ্যে, ৬টি গাড়ি পোড়ানোর কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, যাত্রীবেশে কেউ আগুন লাগিয়ে পরে নেমে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের আটকের প্রক্রিয়া চলছে। এসব ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নগরজুড়ে তৈরি হয়েছে আতঙ্ক।

এদিকে নগরীতে একের পর এক বাস পোড়ানোর খবর আসতে থাকায় গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে সমবেত হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা প্রতিবাদ মিছিল করেন।

প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগের মহানগর দক্ষিণের সভাপতি আবু আহম্মদ মন্নাফি এই কর্মকাণ্ডের জন্য বিএনপি জামায়াতের ওপর অভিযোগের আঙ্গুল তোলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply