পরের মাঠে জিতলেও ঘরের মাঠে জয় পাচ্ছে না আর্জেন্টিনা

|

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে রুখে দিয়েছে প্যারাগুয়ে । ঘরেরর মাঠে খুব বেশি সুবিধা করতে পারেনি মেসিরা। তার মধ্যে,ম্যাচের দ্বিতীয় ভাগে মেসির গোল নাকচ হয়ে গেলে আর ঘুরে দাড়ানোর সামর্থ্য হয়নি আর্জেন্টিনার ফরোয়ার্ডদের। আলবার্তো আরমান্ডোতে ম্যাচের শুরু থেকেই একপেষে আক্রমন করতে থাকে প্যারাগুয়ের ফরোয়ার্ডরা। তার ফল হিসেবে আর্জেন্টিনার রক্ষনভাগ ভেঙ্গে ১-০ স্কোরে এগিয়ে যায় অতিথিরা। ২১ মিনিটে;স্পট কিক থেকে গোল করেন প্যারাগুয়ের ডিফেন্ডার অ্যাঞ্জেল রোমেরো।

এর পরে শুরু হয় গোল পরিশোধ করে দলকে ম্যাচে ফেরানোর নতুন মিশন। প্রথমার্ধের শেষের দিকে গোল পায় স্বাগতিকরা। ৪১ মিনিটে হেড করে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে কিছুটা স্বস্তিতেই প্রথমাধের খেলা শেষ করেন তারা।

দ্বিতীয়ার্ধেও চেস্টার কোন কমতি ছিলো না আর্জেন্টিনার,তবে প্রতিপক্ষের ডিফেন্সের কাছে গিয়েই পিছু হাটতে হয়েছে মেসিদের। ম্যাচের শেষের দিকে মেসির পা থেকে যে গোলটা এসেছিলো সেটিও বাতিল হয়ে যায় ভিএআর পদ্ধতিতে। তাই শেষ পর্যন্ত জয় না পাওয়ার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় আলবি সেলেস্তাদের।

এদিকে দিনের আরেক ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৩-২ গোরের দুর্দান্ত জয় পেয়েছে ইকুয়েডর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply