বঙ্গবন্ধুর নামে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবি জানালো ইসলামী শাসনতন্ত্র

|

রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর নামে স্থাপিত ভাস্কর্যকে মূর্তি হিসাবে উল্লেখ করে তা অপসারণের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন।

শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর ধুপখোলা মাঠে এক সমাবেশ থেকে বক্তারা এই দাবি করেন। সমাবেশে বক্তারা বলেন, মূর্তির বদলে আল্লাহ, কোরআন ও হাদিসের বাণী সংম্বলিত মিনার স্থাপন করতে হবে।

তারা আরও বলেন, বাংলাদেশ মসজিদের দেশ, আউলিয়ার দেশ, মাদ্রাসার দেশ। এদেশে কোন মূর্তি থাকতে দেয়া হবে না।

দলটির মহানগর ও কেন্দ্রীয় কমিটির বক্তারা বলেন, সারাদেশের সড়কের মোড়ে মোড়ে মূর্তি বসানো হয়েছে সেই সব মূর্তি সরানোর জন্য আন্দোলন করা হবে। তারা বলেন বঙ্গবন্ধুর জীবনের দর্শনে কোন মূর্তি ছিল না, তাই মূর্তি রাখাকে বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী বলেও উল্লেখ করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply