বেলজিয়ামের কবুতর ‘কিম’ বিক্রি হলো ১৯ লাখ ডলারে

|

ছবি: ইন্টারনেট।

বিশ্বের সবচেয়ে দামী পায়রার খেতাব পেলো বেলজিয়ামের নিউ কিম নামে একটি কবুতর। সম্প্রতি দেশটির এক নিলামে কবুতরটি বিক্রি হয় ১৯ লাখ ডলারে।

প্রশিক্ষণপ্রাপ্ত বেলজিয়ান ব্রিড পায়রাটিকে কিনে নেয় চীনের এক ধনকুবের। তিনি পায়রা ভক্ত মানুষ বলেও জানান। গেলো ৯ দিন ধরে চলছিলো নিলাম। যাতে চীনের দুই নাগরিকের মধ্যে হয় হাড্ডাহাড্ডি লড়াই।

জানা যায়, দু’বছরের এই নারী কবুতরটি ছোট-মাঝারি ও দূরপাল্লার প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয়। সেখানে তার সাফল্যের পাল্লাও বেশ ভারি। অনলাইন নিলামে দর হাঁকা হয় ১৮০ ব্রিটিশ পাউন্ড থেকে।

নিলামে ৪৪৫টি রেসিং পিজিয়ন তোলা হয় যেগুলো বিক্রি হয় ৭০ লাখ ডলারে। এর আগে বিশ্বের সবচেয়ে দামি কবুতরের রেকর্ডটি ছিলো ‘আরমান্ডো’র দখলে। ২০১৯ সালে, পায়রাটি ৪ লাখের বেশি দামে কিনে নেন এক চীনা ব্যবসায়ী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply