কয়লাখনি দুর্নীতি: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১২ জানুয়ারি

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে গেছে। আসছে বছরের ১২ জানুয়ারি নতুন তারিখ ধার্য করা হয়েছে। সেদিন খালেদা জিয়াকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আজ অভিযোগ গঠনের নির্ধারিত দিনে শারীরিক অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন আদালতে উপস্থিত হতে পারেন নি। এসময় তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করেন অস্থায়ী দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান। এসময় শুনানির নতুন দিন ধার্য করে ওই দিন বেগম জিয়াকে সশরীরে উপস্থিত থাকারও নির্দেশ দিয়েছেন আদালত।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করা হয়। ওই বছরের ৫ অক্টোবর বেগম জিয়াসহ ১৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘ ১২ বছর ধরে চলছে এই মামলার শুনানি। 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply