‘তিস্তার পানি বন্টনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি’

|

দেশে এই মুহূর্তে কোন রাজনৈতিক সংকট নেই: কাদের

তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী’র সাথে বৈঠক শেষে একথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, কিছুদিনের মধ্যে বিজেপির প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। শীঘ্রই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। তিনি জানান, মুজিববর্ষ উদযাপনে ভারতও নানা উদ্যোগ নিয়েছে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ইসলামী দলগুলোর বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধীতার বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার।

বৈঠকে মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় হাইকমিশনের তৈরি বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করেন ওবায়দুল কাদের। সে সময় ভারতীয় হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও ভারতে তিনি হিরো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply