খাগড়াছড়িতে মাইেক্রোবাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

|


খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে পর্যটকবাহি মাইক্রোবাসের ধাক্কায় পুলিশের উপ-পরিদর্শক পার্থ রায় চৌধুরী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার গামারীঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটিকে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ রশিদ জানান, সকালে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি আদালতে মামলার সাক্ষী দিতে আসার পথে গামারিঢালা এলাকায় দুর্ঘটনার শিকার হন এস আই পার্থ। দুর্ঘটনার পর এক মাহেন্দ্র চালক আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

তার পায়ে ও হাতে গুরুতর জখম ছিলো বলে জানা গেছে। গাইবান্ধা থেকে পর্যটবাহি মাইক্রোবাসটি রাঙ্গামাটি হয়ে খাগড়াছড়ি আসছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহত পুলিশ কর্মকর্তা পার্থ রায় চৌধুরীর বাড়ি রাঙ্গামাটি সদরের তবলছড়ি এলাকায়। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় কর্মরত ছিলেন। এর আগে খাগড়াছড়ির সদর ও পানছড়ি থানায় কর্মরত ছিলেন নিহত এস আই পার্থ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply