বৈদেশিক মুদ্রা দেশে আনতে হয়রানি না করার নির্দেশ

|

বৈদেশিক মুদ্রা দেশে আনার ক্ষেত্রে গ্রাহকদের অহেতুক হয়রানি না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রচলিত নিয়মকানুন মেনে গ্রাহকরা যাতে বৈদেশিক মুদ্রা আনতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে সহযোগিতা করতে বলা হয়েছে। মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এমনটাই জানায় বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, গ্রাহকের জমা বৈদেশিক মুদ্রার একটি অংশ রেখে বাকি অংশ দেশে আনতে চাইলে ব্যাংকগুলো নানা ভাবে বাঁধা দিচ্ছে। ব্যাংকগুলো আইনকানুনের দোহাই দিয়ে নানাভাবে জটিলতা তৈরি করছে। এতে অনেকে কাঙ্ক্ষিত পরিমাণ অর্থ দেশে আনতে পারছে না বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এ ধরনের বৈদেশিক মুদ্রা গ্রাহককে নিজ খরচে দেশে আনতে হবে। এতে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি নেবার প্রয়োজন নেই। তবে মানিলন্ডারিং এর বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply