বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, পুলিশি হামলার অভিযোগ

|

আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে ডিইপিজেডের এ ওয়ান নামের একটি বন্ধ পোশাক কারখানার কয়েক’শ শ্রমিক বিক্ষোভ শুরু করেন। বর্তমানে তারা আশুলিয়া প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে কর্মসুচি পালন করছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসে মালিকপক্ষ হঠাৎ কারখানাটি বন্ধ করে দেয়। এতে ১১’শ শ্রমিকের বেতন-ভাতা বকেয়া রয়ে যায়। পরে বারবার আশ্বাস দিয়েও মালিক পক্ষ বেতন পরিশোধ করে নি।

এদিকে, পাওনার জন্য শ্রমিকরা বারবার মালিকপক্ষকে জানালেও তারা কর্ণপাত করছে না। উল্টো দাবি আদায়ে কারখানার সামনে গেলে তাদের পুলিশ দিয়ে পেটানো হয় বলে অভিযোগ করেছে আন্দোলনকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply