সংবিধান সংস্কারকে কেন্দ্র করে উত্তাল থাইল্যান্ড

|

সংবিধান সংস্কারকে কেন্দ্র করে উত্তাল থাইল্যান্ড। মঙ্গলবার গণতন্ত্রপন্থী এবং রাজপরিবারের সমর্থকদের মুখোমুখি সংঘাতে আহত হয়েছেন অর্ধ-শতাধিক। আর গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে পাঁচজন; যাদের দু’জনই শিক্ষার্থী।

পার্লামেন্টে সংবিধান সংস্কার নিয়ে প্রস্তাব রাখেন আইনপ্রণেতারা, চলতে থাকে বিতর্ক। সেসময়, বাইরে অবস্থান নেয় হাজারো মানুষ। ব্যারিকেড ভেঙ্গে পার্লামেন্টের ভেতরে প্রবেশের চেষ্টা চালান আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস-জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। সাথে লাঠিচার্জও করা হয়। নিরাপত্তার স্বার্থে নৌকাযোগে সরিয়ে নেয়া হয় অধিবেশনে অংশ নেয়া আইনপ্রণেতাদের।

গণতন্ত্রপন্থীদের ৩ দফা দাবির অন্যতম দাবি- সংবিধান পুনর্লিখন, রাজতন্ত্রের সংস্কার এবং সেনাপ্রধান থেকে প্রধানমন্ত্রী হিসেবে থাইল্যান্ডের ক্ষমতায় জাঁকিয়ে বসা প্রয়ুথ চান ওঁচার পদত্যাগ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply