ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক জোরদারের আহ্বান জানালো সদস্য দেশগুলো

|

করোনা মহামারিকালে সৃষ্ট অর্থনৈতিক সংকট এবং নতুন শিল্প বিপ্লবের যুগে ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে সদস্য দেশগুলো।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সে আয়োজিত ১২তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আরও অনেকে।

উন্নয়ন প্রকল্প, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও নীতি সমন্বয়সহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয় বেইজিং। মস্কোর আয়োজনে এবারের সম্মেলনে অংশ নেয় বাকি তিন সদস্য দেশ- ভারত, ব্রাজিল আর দক্ষিণ আফ্রিকা।

বিশ্বের মোট জনগোষ্ঠীর ৪২ শতাংশের এই পাঁচ দেশ থেকে আসে বৈশ্বিক প্রবৃদ্ধির ২৩ শতাংশ এবং বিশ্ববাণিজ্যের ১৮ শতাংশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply