জেমি ডে’কে ছাড়াই কাতার যাচ্ছে জামাল ভূঁইয়ারা

|

ফিফা বিশ্বকাপ কাতার-২০২২ ও এএফসি এশিয়ান কাপ চীন-২০২৩-এর বাছাইপর্বে গ্রুপ-ই-এর ম্যাচ খেলতে কাতার যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার ফ্লাইটে কাতারের উদ্দেশে দেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা।

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে থাকছেন না দলের সাথে। তার জায়গায় সহকারী কোচ স্টুয়ার্ডই ঠিক করবেন জামাল ভূঁইয়াদের রণকৌশল। দলের ম্যানেজার হিসেবে থাকছেন আমের খান।

বুধবার বিকেলে, জুম অ্যাপের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ সময় দলের কোচ স্টুয়ার্ড জানায় কাতার বাংলাদেশের চাইতে অনেক এগিয়ে, তারপরও তাদের সাথে লড়াই করবে বাংলার ফুটবলারা এমনটাই প্রত্যাশা তার। নেপালের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাতারের বিপক্ষে কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন এই সহকারী কোচ।

সব কিছু ঠিক থাকলে ৪ ডিসেম্বর কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply