উয়েফা নেশন্স লিগ:ফাইনালে ইতালি ও বেলজিয়াম

|

ফাইনাল নিশ্চিত করেছে ইতালি ও বেলজিয়াম। ‘এ’ ক্যাটাগরির গ্রুপ টু’র লড়াইয়ে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে শীর্ষ দল বেলজিয়াম। ইংল্যান্ড ৪-০ গোলে আইসল্যান্ডকে হারালেও আছে গ্রুপের তিন নম্বরে। অপরদিকে গ্রুপ ওয়ান থেকে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ইতালি।

ফাইনাল নিশ্চিত করার সুযোগ ছিলো ডেনমার্ক ও বেলজিয়াম দুই দলেরই। কিন্তু ঘরের মাঠের ম্যাচে ইউরি টেলিম্যানস ও ডি-ব্রইনার একটি করে এবং মাঝে রোমেলু লুকাকুর জোড়া গোলে লড়াইটা নিজেদের করে নেয় মার্টিনেজ শিষ্যরা। শেষে পর্যন্ত দুই গোল শোধ দিয়েও লাভ হয়নি ডেনমার্কের।

গ্রুপ ওয়ান থেকে ফাইনালে জায়গা পেতে জয়ের বিকল্প ছিলো না ইতালির। বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আন্দ্রে বালোত্তি ও ডোমেনিকো বেরার্দির দু’টি গোলে সেই লক্ষ্য পূরণ করেছে ইতালি। তাতেই ২-০’র জয়ে নেশন্স লিগের ফাইনালে ফ্রান্স, স্পেন ও বেলজিয়ামের সঙ্গী হলো ইতালি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply