সেনাবাহিনীর ১৩৯ সাইক্লিস্ট এখন সাভারে

|

মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত শুরু হয়েছে মুজিব বর্ষ সাইক্লিং প্রতিযোগিতা-২০২০।

গত ৮ নভেম্বর তেতুলিয়ার বাংলাবান্ধা থেকে ১৩৯ জন সেনাবাহিনীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে গিয়ে আগামী ৪ ডিসেম্বর এ প্রতিযোগিতা শেষ হবে।

বৃহস্পতিবার বিকেলে সাইক্লিস্টদের সংবর্ধনা দেয় সাভার সেনানিবাস। জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ১৩৯ জন সাইক্লিস্টকে প্যারেড মাঠে সংবর্ধনা দেন ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদীন। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply