ট্রাম্পের নাম লেখা জুতো তৈরি করে আলোচনায় ফিলিস্তিনি কারিগর

|

জুতায় লেখা ট্রাম্পের নাম। ফিলিস্তিনের ইমাদ হাজ নামে এক জুতার কারিগর তার ডিজাইন করা জুতায় নকশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম দিয়ে। এটা নিয়ে আলোচনায় ইমাদ।

ইমাদ জানায়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্টের প্রতি ঘৃণার প্রকাশের উদ্দেশ্যেই জুতায় এমন ডিজাইন করছেন তিনি।

ফিলিস্তিনের অন্যান্য জুতার কারিগর থেকে আলাদা ইমাদ হাজ মুহাম্মদ। বিশেষ কোনো নকশা কিংবা ডিজাইন নয়, তার জুতার বিশেষত্ব হলো এতে লেখা আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম।

জুতা ব্যবসায়ী ইমাদ হাজ মুহাম্মদ বলেন, আরব সংস্কৃতিতে সবচেয়ে ঘৃণার জিনিস হলো জুতা। তাই ডোনাল্ড ট্রাম্পের নাম এই জুতার ওপর লিখেছি। এটা করেছি ঘৃণার মাত্রাটা বোঝাতে।

শুধু ট্রাম্পই নয় ফিলিস্তিনিদের ক্ষোভ বেলফোর চুক্তি নিয়েও। তাই জুতায় বেলফোর শব্দটিও লিখেছেন ইমাদ হাজ মুহাম্মদ। এসব জুতার দাম পড়ে প্রায় ৬৫ ডলার।

ইমাদ আরও বলেন, বেলফোর আর ট্রাম্প দুটোর মধ্যেই মিল রয়েছে। দু’টোই আমাদের শত্রু। ব্রিটিশদের বেলফোর চুক্তির কারণে আমরা আমাদের ভূমি হারানো শুরু করেছিলাম। ওই চুক্তির পর থেকেই ইহুদিরা আমাদের ভূমি দখল শুরু করে। আর ট্রাম্প এসেই আমাদের পবিত্র ভূমি জেরুজালেম ছিনিয়ে নিয়েছেন ইহুদিদের জন্য।

এই ক্ষোভে সামিল হতে মার্কিন নাগরিকদেরও আহ্বান জানালেন ইমাদ। সাধারণ ফিলিস্তিনিদের মাঝেও জনপ্রিয়তা পেয়েছে এই জুতা।

জুতো ব্যাবহারকারী একজন জানান, আমরা প্রতিটা কাজের মাধ্যমে আমাদের অধিকার এবং ঘৃণার বিষয়ে জানান দেই। জুতায় ট্রাম্পের নাম লেখার বিষয়টিও তেমন।

উল্লেখ্য, ২০১৮ সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। এরপর থেকেই সাধারণ ফিলিস্তিনিদের তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply