ইথিওপিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত টাইগ্রে অঞ্চল দখলের দ্বারপ্রান্তে সেনাবাহিনী

|

ইথিওপিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত টাইগ্রে অঞ্চল দখলের দ্বারপ্রান্তে সেনাবাহিনী। দ্রুতই চূড়ান্ত অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ারী দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বলেন, টাইগ্রে অঞ্চলে বিদ্রোহী নেতাদের তিন দিনের বেধে দেয়া সময় শেষ হচ্ছে আজ। এরই মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা দখলে নেয়ার দাবি করছে কেন্দ্রীয় সরকার বাহিনী। টাইগ্রের রাজধানী মেকেলেতে চালানো হয়েছে বিমান হামলা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বসতবাড়ি। অন্যান্য শহর থেকে অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছে।

তবে এই অভিযানে বেসামরিক নাগরিক নিহতের তথ্য অস্বীকার করেছে শান্তিতে নোবেল বিজয়ী আবি আহমেদ। টানা অভিযানে পালিয়ে যাওয়া হাজারো মানুষ সুদানে সীমান্তে মানবেতর দিন কাটাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply