অ্যান্টিবায়োটিক আবিষ্কারে গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে সমন্বিত বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

|

নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক আবিষ্কারে আরও গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে সমন্বিত বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাতে গণভবনে ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে ওয়ান হেলথ গ্লোবাল লিডারস গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিসটেন্সের প্রোগ্রামে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিকারক অ্যান্টিবায়োটিকের কারণে বিশ্ব আজ হুমকির মুখে, মানুষ এবং প্রাণীকুল উভয়ের জন্য যা হবে আগামী দিনের চ্যালেঞ্জ। বিষয়টিকে অবহেলা করলে ভবিষ্যতে করোনা মহামারির চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা করেন শেখ হাসিনা।

শেখ হাসিনা আরও বলেন, অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার ও সঠিক ডোজ নির্ধারণ করতে না পারার কারণে প্রয়োজনীয় এ প্রতিরোধ ব্যবস্থার সুফল থেকে বঞ্চিত হচ্ছে বিশ্ববাসী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply