করোনা রোধে সুইডেনে বারে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ

|

করোনা রোধে সুইডেনের বারে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ

করোনার সংক্রমণ রোধে সুইডেনে বার গুলোতে অ্যালকোহল বা মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া রাত ১০টার পর নাইটক্লাবগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন বলছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাত ১০টা থেকে বন্ধ থাকবে সব বার, নাইট ক্লাব এবং রেঁস্তোরার মদ বিক্রি। এছাড়া বয়স্কদের বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বাসিন্দারা।

দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২ লাখের বেশি করোনা রোগী। মারা গেছে প্রায় সাড়ে ৬ হাজার মানুষ।

এদিকে অনেকেই বলছেন, সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে অবশ্যই সব নির্দেশনা মেনে চলবো। কারণ রাতে যে পার্টি গুলো হয় সেখানে কোন ভাবেই দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। কিন্তু এই অনুষ্ঠানগুলো বাড়িতে হলে সেখানে স্বাস্থ্য বিধি মানা তো আরও সম্ভব না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply