বাংলাদেশ-ভারত আইসিটি সেক্টরে একযোগে কাজ করবে: পলক

|

ঐতিহাসিক ও নির্ভরতার সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ-ভারত আইসিটি সেক্টরে একযোগে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার রাজধানীর আইসিটি টাওয়ারে ভারতের হাইকমিশনারের বৈঠক শেষে একথা বলেন জুনায়েদ। তিনি বলেন, আইসিটি সেক্টরসহ অন্যান্য খাতেও অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের আইটি ট্রেনিং ও ইনকিউবেসন সেন্টার স্থাপনের জন্য আরেকটি প্রকল্প চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে। স্থাপন করা হবে ৬টি স্থানে হাইটেক পার্ক প্রশিক্ষণ কেন্দ্র।

এসময় বাংলাদেশের সব সেক্টর ডিজিটাল করতে ভারত সহযোগিতা করবে বলে জানান ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply