কাতার ম্যাচের রণকৌশল সাজাচ্ছে বাংলাদেশ

|

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ খেলতে এখন কাতারের দোহায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চার ডিসেম্বর স্বাগতিকের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল।

তবে করোনার কারণে কোয়ারেন্টাইন, অনুশীলন ও দুটি প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ১৯ দিন আগেই কাতারে পৌঁছে গেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার দেশটিতে পৌঁছানোর পর তিন দিনের কোয়ারেন্টাইন শেষে রোববার আউটডোরে অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা। মূল কোচ জেমি ডে করোনা আক্রান্ত হওয়ায় দলের সাথে যেতে পারেননি। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের অধীনেই তাই কাতার ম্যাচের রণকৌশল সাজালো বাংলাদেশ।

অনুশীলন সম্পর্কে দলের ডিফেন্সের অন্যতম স্তম্ভ রহমত মিয়া জানান, কালকে আমাদের একটি অনুশীলন ম্যাচ আছে। তাই আজকে মূলত পাসিং, ম্যাচ পরিস্থিতি এবং কে কোন পজিশন খেলবে তার উপর জোর দেয়া হয়েছে। এছাড়া প্র্যাকটিস শেষে জিম সেশন ছিল, যেটা আমাদের রিকোভারির জন্য কাজে লাগবে।

এদিকে, সোমবার আবারও করোনা পরীক্ষায় কোচ জেমি ডে’র রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন। তবে, মেডিকেল কমিটির সুপারিশ মতো চার-পাঁচ দিন পর পুনরায় তার করোনা টেস্ট করানো হবে বলে জানান বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ওই টেস্টের ফলাফলের উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

এছাড়া, আগামীকাল সকালে দলের সাথে যোগ দিতে কাতারে যাচ্ছেন ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। হাঁটুর চোটের কারণে মূল দলের সাথে যেতে না পারলেও তিনি এখন সুস্থ বলে জানিয়েছেন। জীবন ছাড়াও দলের পরিদর্শক সবুজও আগামীকাল কাতারে যাবেন বলে নিশ্চিত করেন বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। বলেন, তারা সেখানে গিয়ে কোয়ারেন্টাইনে থাকবেন। তারপর সব ঠিক থাকলে দলের নিয়মিত কার্যক্রমে অংশ নিবেন।

দলের সাথে যোগ দিয়ে নিজের সেরাটা দেয়ার প্রত্যাশা জানিয়ে জীবন বলেন, আগের থেকে এখন অনেক সুস্থ। অসুস্থ থাকার সময় ফিজিও ভিডিও কলের মাধ্যমে আমাকে কিছু এক্সারসাইজ করিয়েছে। ফলে আমি দ্রুতই সুস্থ হয়ে গেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply