এফ আর টাওয়ার নির্মাণে অনিয়ম: ১৮ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

|

এফ আর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে ইজারা গ্রহীতা ফারুক ও রাজউকের ১৫ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

এর আগে, নকশা জালিয়াতির মামলায় ভূমি মালিক সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক ও রাজউকের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন খাদেমসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুদক।

মামলার বাদি দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক। জানা গেছে, এফ আর টাওয়ারের ১৫ তলা থেকে ২৩ তলা অনিয়মের মাধ্যমে তৈরি করা হয়েছে। শুরুতে ১৫ তলা ভবনের নকশা অনুমোদনেও নীতিমালা মানা হয়নি। তদন্তে নেমে ভবনটির দু’টি নকশা হাতে পায় দুদক। একটি নকশায় ১৮ তলা ও অন্যটিতে ২৩ তলা দেখানো হয়েছে।

২০১৯ সালের ২৮ মার্চ এফ আর টাওয়ারে লাগা আগুনে ২৬ জন মারা যান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply