বাইবেল নয়, চার্চে পড়ানো হয় ম্যারাডোনার আত্মজীবনী

|

দিয়াগো ম্যারাডোনা। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগের নাম। আর ফুটবল ভক্তদের কাছে যিনি ‘ফুটবল ঈশ্বর’ বলেই পরিচিত। জীবন্ত এই কিংবদন্তির অবস্থান যে কতটা ঊর্ধ্বে তার জ্বলন্ত উদাহরণ ম্যারাডোনাইয়ান চার্চ। ১৯৯৮ সালে ম্যারাডোনার ৩৮তম জন্মদিনে রোজারিও শহরে চার্চটি প্রতিষ্ঠিত হয়।

এটি বুয়েনস এইরেস থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ভক্তরা ১০ নম্বর জার্সি পরে। সেখানে বাইবেলের বদলে পড়ানো হয় ম্যারাডোনার আত্মজীবনী।

গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে তিগ্রে-তে নিজ বাসায় মারা গেছেন আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার। বর্তমানে দিয়েগো ম্যারাডোনার মরদেহ বুয়েনস এইরেসে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয়ে নেয়া হয়েছে। ফুটবল জাদুকরকে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য রাখা হবে সেখানে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম বুয়েনস এইরেস টাইমস’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply