অবশেষে হোয়াইট হাউজ ছাড়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

|

অবশেষে হোয়াইট হাউজ ছাড়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলেকটোরাল কলেজের ভোটে আনুষ্ঠানিকভাবে জো বাইডেন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত হলেই হোয়াইট হাউস ছাড়বেন বলে জানান তিনি। ব্রিফিংয়ে অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাবার আদলে প্রশাসন সাজাচ্ছেন বাইডেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।

ক্ষমতার মেয়াদ শেষ পর্যায়ে, অথছ বারবার অবস্থান পরিবর্তন করে সেই বিতর্কই সৃষ্টি করে চলেছেন ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরে অনুমতি দেয়ার দু’দিনে মাথায় আবারও নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরদিনই আবারও অবস্থানের পরিবর্তন, ইঙ্গিত দিলেন হোয়াইট হাউজ ছাড়ার।

ডোনাল্ড ট্রাম্প বলেন, হার মেনে নেয়া সত্যিই খুব কঠিন হবে। কারণ, আমরা জানি নির্বাচন নিয়ে বড় ধরনের জালিয়াতি হয়েছে। তবে এটা ঠিক অবশ্যই আমি হোয়াইট হাউজ ছাড়বো। ইলেক্টোরাল কলেজ যদি আনুষ্ঠানিকভাবে বাইডেনকে জয়ী করে তাহলে আমাকে হোয়াইট হাউজ ছাড়তে হবে এটা আপনারা জানেন।

হোয়াইট হাউজের ব্রিফিংয়ে ট্রাম্পের অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ধাচেই প্রশাসন সাজাচ্ছনে বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্টকে ওবামা-বাইডেনের শাসনামল বলেও কটাক্ষ করেন।

ট্রাম্প বলেন, ভোটের সময় ওবামা প্রভাব খাটিয়েছেন। একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে প্রশাসনে নিয়োগের সময়ও। এটা শুধু বাইডেন নয়, ওবামা-বাইডেন প্রশাসন হতে চলেছে।

যদিও এসব অভিযোগে ভ্রুক্ষেপ নেই নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনে। যোগ্য ব্যক্তিতেই প্রশাসনে রাখা হচ্ছে বলে মন্তব্য তার।

জো বাইডেন বলেন, সবার আগে যুক্তরাষ্ট্রের স্বার্থ, এটাই আমাদের নীতি। তবে বিশ্বে নেতৃত্বদানকারী একটি দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান সমুন্নত রাখা প্রয়োজন। যেটা হয়নি ট্রাম্পের শাসনামলে। সেই মর্যাদা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপগুলোই আমরা নিচ্ছি। এই পরিবর্তনকে ওবামা শাসনামলের সাথে মেলানোর কোনো সুযোগ নেই। কারণ প্রশাসনে যোগ্য মানুষগুলোকে রাখছি আমরা। কোন প্রেসিডেন্টের আমলে তিনি কি কাজ করেছেন সেটা মুখ্য নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply